জনতার পক্ষ
রাজনিতির মঞ্চ থেকে নয়
জনতার পক্ষ থেকে বলছি,
কারাবন্দী হতে হলে হব
ফাঁসির কাষ্ঠে ঝুলতে হলে ঝুলব
তোমরা দেশটাকে কি পেয়েছ বল?
যেমন ইচছে তেমন চল
তোমাদের কর্ম তোমরাই কর সাধন
জনতার চাওয়া পাওয়ার নেই ফলন
তোমরা তোমাদেরই কর তুষ্ট
আর বিপক্ষিয়দের দাও কষ্ট
এদের মাঝে জনতার নেই ঠাই
তোমরা তোমাদেরই স্বারথে কর যা ইচেছ তাই