সমীক্ষায় দেখা গেছে বাংলাদেশের ফ্রিল্যান্সারদের ১২% ই এসইও রিলেটেড কাজ করেন,তাছাড়া নতুন অনেকেই কাজ করা শুরু করছেন। এসইও নিয়ে কাজ করার গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার নিজস্ব ফিল্ডে নিয়মিত আপ টু ডেট থাকা, এসইও এনালাইসিস টুলসগুলোর ব্যবহার সম্পর্কে অবগত থাকা। এসইও তে ভালো করতে হলে আপনাকে অবশ্যই নিয়মিত বিভিন্ন এসইও ব্লগ এবং ফোরাম গুলোতে ভিজিট করতে হবে, জানতে হবে বিভিন্ন টুলস এর ব্যবহার।
তাই, আজ আপনাদের সাথে দশটি এসইও এনালাইসিস টুলস শেয়ার করবো, আশা করি এটি আপনার এসইও ক্যারিয়ার ফিল্ডকে আরো শক্তিশালী করবে, যে কোন কঠিন মূহুর্তেও চ্যালেঞ্জ নিয়ে এগুতে সাহায্য করবে।
১. ওর্যাওঙ্কঃ প্রিমিয়ায় একাউন্ট ছাড়াই ইন্সট্যান্ট ওয়েবসাইট রিভিউ দেয়, এমন একটি টুল হল ওর্যা ঙ্ক। অবশ্য প্রিমিয়াম একাউন্ট ছাড়া আপনি প্রতি সপ্তাহে একটি মাত্র রিপোর্ট জেনারেট করতে পারবেন কিন্তু আপনি আগের জেনারেট করা রিপোর্টগুলোও দেখতে পারবেন। তাছাড়া এই টুলটি সাত দিনের আনলিমিটেড ফ্রী ট্রায়াল অফার করছে, এই সাত দিনেআনলিমিটেড রিভিউ জেনারেট করতে পারবেন।
http://www.woorank.com/
২. হাবস্পটস মার্কেটিং গ্রেডারঃ
এই লিষ্টের অন্যান্য এসইও এনালাইসিস টুলের মতই হাবস্পটস মার্কেটিং গ্রেডার আপনার কোম্পানির মার্কেটিং ইফোর্টের উপর ফোকাস করে।
http://marketing.grader.com/
৩. সাইটট্রেইলঃ এটি একটি ফ্রি “অল ইন ওয়ান” ওয়েবসাইট এনালাইসিস টুল।
http://www.sitetrail.com/
৪. ট্রাফিক ট্রাভিসঃ এটি একটি ডেক্সটপ এপ্লিকেশন। আপনার সাইটের অন পেজ এসইও এনালাইজ করতেও সহায়তা করবে।
http://www.traffictravis.com/
৫. এসইও ওয়ার্কারসঃ http://www.seoworkers.com/
৬. লিপারিঃ অন্যান্য এসইও টুলসগুলোর মত এত জনপ্রিয় না হলেও এনালাইসিসে এটা বেশ পাকা একটা টুল। http://www.lipperhey.com/
৭. স্পাইডারমেটঃ এদের সবচেয়ে দরকারি দুটো এনালাইসিস টুল হল “স্কোরকার্ড” এবং “অডিটর”।
https://spydermate.com/
৮. ডাইএসইওঃ ফ্রি ওয়েবসাইট গ্রেডার অফার করে।
http://www.diyseo.com/
৯. এসইওঅপটাইমারঃ আপনার দেয়া সাইট ইউআরএল এর অন পেজ এসইও র্যা ঙ্কিং ফ্যাক্টর গুলো খুজতে সহায়তা করে।
http://www.seoptimer.com/
১০. ফ্রী এসইও এনালাইসিসঃ এসইও অডিট এ আমরা যে ইনফরমেশন দিয়ে থাকি, এই ফ্রী এসইও এনালাইসিস টুলটি তার একটি ছোট্ট সাবসেট প্রদান করে থাকে।
http://www.webgnomes.org/
আশা করি, এই টুলসগুলোর সঠিক ব্যবহার আপনার এসইও ক্যারিয়ারকে আরও দক্ষ করে তুলবে।
ভাল লাগলে শেয়ার করে বন্ধুদেরকে জানিয়ে দেবার অনুরোধ রইল।।