আজ আসবে,কাল আসবে,একমাস ধৈয্য ধরেন চলে আসবে,দীঘ চার বছর চলে গেলেও এখন ওখোজ নেই বৈদ্যুতিক খুটির।
কুমিল্লা জেলার লাকসাম উপজেলা বাকই ইউনিয়নের নুরপুর গ্রামের এক ভৌক্তভোগী এই ভাবে বলতে শুরু করেন।
তিনি আর বলেন,আমি চার বছর আগে খুটির জন্য আবেদন করি। পরবতীতে বার বার অফিসে যোগাযোগ করলেওকোন খোজ খবর পায়নি। নাম প্রকাশে অনিচ্ছুক এক অফিস কমকতাকে অতিরিক্ত দশ হাজার টাকা দিয়ে মোট ত্রিশ টাকা খরছ করে এখন ও পায়নি খুটি।
বৈদ্যুতিক কোন অফিস কমকতা যদি আমার এই স্ট্যাটাস পেয়ে থাকেন,তাহলে বলবেন কি?
এই ভৌক্তভোগী লোকদের আর কত ধৈয্য ধরতে হবে।