Thursday, June 13, 2013

১৩ ব্লগােরর সাফল্য দেখুন যারা প্রতি মাসে ৫ থেকে ১০ হাজার ডলার আয় করছেন তারা পারেল আপনি পারবেন না কেন?

ব্লগিং নিয়ে হতাশা! দেখুন ১৩ ব্লগারকে যারা প্রতিমাসে ৫ থেকে ৪০ হাজার ডলারে আয় করছেন। উনারা পারলে আপনি কেন পারবেন না? অনুকরণ নয়, অনুসরণ করে অনুপ্রেরণা নিয়ে নতুন উদ্যোমে শুরু করুন।

১৩ ব্লগার যারা প্রতিমাসে ৫ থেকে ৪০ হাজার ডলার আয় করেন।

১। http://mypage91.blogspot.com এই সাইটের অওনারের নাম নপি। উনি মূলত ওয়েব ডিজাইন এবং গ্রাফিক ডিজাইন নিয়ে লিখা লিখি করেন। ব্যানের এডভার্টাইজমেন্টের মাধ্যমে এই সাইট থেকে ৮০০০ ডলার আয় হয়।

২। http://sixrevisions.com/: সিক্স রিভিশনে টেকনোলজি, ওয়েব এপপ্লিকেশন, ওয়েব ডেভেলপমেন্ট ওয়ার্ডপ্রেস বিষয়ে লেখা হয়। জেকব গুব সাইটের ফাউন্ডার। এই সাইটে বিভিন্ন ব্যানের এডভার্টাইজমেন্ট থেকে ৯০০০ ডলার আয় হয় প্রতিমাসে।

৩। http://www.overheardinnewyork.com/: বিভিন্ন মনিষীর উক্তি নিয়ে সাইটটি। শুধুমাত্র এডস স্পেস সেল করে মাইকেল মেলিস প্রতিমাসে ৯০০০ ডলারের উপরে আয় করেন এই সাইট থেকে।

৪। http://www.sizlopedia.com/: পাকিস্তানের সাদ হামিদ সিজলোপেদিয়ার ফাউন্ডার। প্রতিমাসে ১১০০০ ডালার আয় করেন তিনি এডসেন্স এবং বিভিন্ন সিপিএম বেসড নেটওয়ার্ক থেকে।

৫। http://abduzeedo.com/: ফেবিও সাসসো মূলত এই সাইটে গেজেট এবং টেকনোলজি নিয়ে লেখেন। গুগল অ্যাডসেন্স এবং বাই সেল এডস নেটওয়ার্ক থেকে ফেবিও ১২ হাজার ডলারের উপরে আয় করেন।

৬। http://freelanceswitch.com/: ফ্রিল্যান্সারদের বিভিন্ন টিপস দিয়ে উদ্বুদ্ধ করতেই কোলিস টায়িড এই সাইটটি চালু করেছেন। পেইড মেম্বারশিপ অফারের মাধ্যমে এই সাইট থেকে প্রায় ১৫০০০ ডলার আয় হয়।

৭। http://www.pcmech.com/: ডেভিড রাইস্লি পিসি মেক সাইট থেকে অ্যাডসেন্স এবং বিভিন্ন অ্যাফিলিয়েট নেটওয়ার্ক এর মধ্যমে ১৬০০০ ডলার আয় করেন।

৮। http://smartpassiveincome.com/: চমৎকার লেখক প্যাট ফ্লেইন, স্মার্ট পেসিভ ইঙ্কাম সাইটটিতে মূলত ইন্টারনেট মার্কেটারদের নিয়েই লিখালিখি হয়। ২১০০০ ডলারেরও উপরে আয় অ্যাফিলিয়েট বা রেফারেল লিংক থেকে।

৯। http://www.coolest-gadgets.com/: এল্যন কার্ল্টন কুলেস্ট গেজেটসের ফাউন্ডার। বিভিন্ন অ্যাফিলিয়েট নেটওয়ার্ক এবং অ্যাডসেন্স থেকে প্রতি মাসে তিনি ৩০০০০ ডলারেরও বেশি আয় করেন।

১০। http://www.shoemoney.com/: সোমানি সাইট থেকে জেরেমি প্রায় ৩০০০০ হাজার ডলারেরও বেশি আয় করেন প্রতিমাসে। মূলত প্রাইভেট এডভার্টাইজিং সিস্টেমের মাধ্যমেই উনার আয়।

১১। http://kotaku.com/: কোটাকু হচ্ছে গেম রিলেটেড ব্লগ, এর ফাউন্ডার নিক ডেন্টন। সাইট থেকে আয় করে ৩২ হাজার ডলার।

১২। http://talkingpointsmemo.com/: চমৎকার একটি সাইট টকিং পয়েন্টস মেমো, সাইটের মালিক জসুয়া মাইক মার্শাল। সাইটটিতে বিভিন্ন ব্রেকিং নিউজ থাকে। ব্যনার এডভার্টাইজমেন্ট থেকে আয় হয় ৪০০০০ ডলার।

১৩। http://www.stevepavlina.com/: শেল্ফ ডেভেলপমেন্ট এবং মোটিভেশনাল লিখালিখির মাধ্যমে জনপ্রিয় স্টীভ পাভলিনা। ডিজিটাল ইনফো প্রডাক্ট সেল করে প্রতিমাসে প্রায় ৪৫,০০০ আয় হয় এই সাইটটি থেকে।