Friday, March 6, 2015

বাঙ্গালী বলে কথা!

বাঙ্গালী বলে কথা!
এম ডি মিজান
email- mizanazad91@gmail.com
আজ নামিবে বুকের পাঠা খুলে,
এক বিজয়ী দল!!!
তাদের দেখে তোরা মারহাবা বল।

আজ তোপের মুখে ঝড় উঠবে,
আজ নেচে গেয়ে দর্শক মাতাবে,
আজ গর্জে উঠবে বাংলাদেশ।।
আজ বোবা মুখে কথা ফুটবে,
আজ দু:খী খটখটিয়ে হাসবে,
তাদের দেখে জাগবি বেশ।
আজ গর্জে উঠবে বাংলাদেশ।।
আজ সোনা চিনিয়ে আনবে,
আজ নব আশা সঞ্চারিত হবে,
পরাজিত হবে পরাজয়ের লেশ,
আজ গর্জে উঠবে বাংলাদেশ।।
আজ কেন জানি মনে হবে,- বীর বাহাদুর,
সব খুলে ফেল গ্লানীর চাদুর।
চল প্রাণের উচ্ছাসে করি আমেজ।
আজ গর্জে উঠুক বাংলাদেশ।।
আজ ফাটিয়ে দাও বিশ্বের রাঙ্গা চোখ,
এদেশের যত আছে খ্যাতি সবি আজ বাজুক,
দাও বুঝিয়ে দাও আমার-ই রাজেস,
আজ গর্জে উঠবে বাংলাদেশ।।।

No comments:

Post a Comment